গোপনীয়তা নীতি

 

ওয়েবসাইট ব্যবহার করার সময় ভিজিটর অথবা ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।

যেসব তথ্য আমরা সংগ্রহ করি: আমরা আপনার নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করি এবং তা আমাদের সার্ভিসের প্রয়োজনে ব্যবহার করে থাকি।

 

০১. ব্যক্তির পরিচিতি সংক্রান্ত তথ্য:  নাম, ঠিকানা, ইমেইল অ্যাড্রেস, মোবাইল নম্বর, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ ইত্যাদি।

০২. কারিগরি উপাত্ত:  ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ব্রাউজার ধরন, টাইম জোন, অপারেটিং সিস্টেম ইত্যাদি।

০৩. ব্যবহৃত উপাত্ত: আপনি কীভাবে আমাদের ওয়েবসাইট পরিদর্শন করছেন, কী কী সেবা নিচ্ছেন এসব বিষয় আমরা সংগ্রহ করে থাকি।

 

যেভাবে তথ্য সংগ্রহ করা হয়

নিম্নোক্ত যেকোনো ক্ষেত্রে ওয়েবসাইট ভিজিটর অথবা ব্যবহারকারী তথ্য সংগ্রহের সার্বিক সম্মতি প্রদান করেছেন এবং এই গোপনীয়তা নীতির সব শর্ত মেনে নিয়েছেন বলে ধরে নেওয়া হবে:

***সাইট নিবন্ধন করলে

***সাইট বা পেজে লগইন করলে

 

সংগৃহীত তথ্য প্রকাশ

ওয়েবসাইট পরিচালনা, কোর্স পরিচালনা ও গ্রাহকদের সেবা দেওয়ার প্রয়োজন ছাড়া ভিজিটর বা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যাবলি আমরা কারও কাছে বিক্রি অথবা আদান-প্রদান করি না। তবে সেবাগ্রহণকারীদের পছন্দ-অপছন্দ বুঝতে বা তাঁদের আরও ভালোভাবে সম্পৃক্ত করতে কিংবা ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে পদক্ষেপ গ্রহণে ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করা হতে পারে।

উল্লিখিত কারণের বাইরে অন্য কোনোভাবে সেবাগ্রহনকারীর তথ্য ব্যবহার করার প্রয়োজন হলে তার জন্য ওয়েবসাইট থেকে অবশ্যই অনুমতি নেওয়া হবে। তবে বাংলাদেশের কোনো আইনি বাধ্যবাধকতা থাকলে তা মানার জন্য সেবাগ্রহনকারীর কাছ থেকে সংগৃহীত ব্যক্তিগত তথ্য প্রকাশ বা সরবরাহ করতে পারে।

এ ছাড়া গ্রাহকদের বিভিন্ন সেবা ও পণ্যের প্রস্তাব দেওয়ার লক্ষ্যেও এটি ব্যবহার করা হতে পারে। উল্লিখিত বা অন্য কোনো ক্ষেত্রে গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ বা বণ্টন করা হলে সর্বোচ্চ চেষ্টা থাকবে, যাতে এসব তথ্য কেবল ঘোষিত লক্ষ্যেই ব্যবহার করা হয়।

 

তথ্যের নিরাপত্তা

আপনার তথ্যের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা নিরাপত্তা প্রদানে সর্বদা সর্বোচ্চ চেষ্টা করবো। তবে নিশ্চয়ই অবগত আছেন, ইন্টারনেটে রক্ষিত কোনো তথ্যেরই ১০০% সুরক্ষা নিশ্চয়তা দেয়া সম্ভব হয় না। তবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেবো আপনার তথ্যের যথাযথ নিরাপত্তার এবং গোপনীয়তার জন্যে।

 

আপনার অধিকার

আপনি ইচ্ছে করলে যেকোনো সময় আমাদের সাইটে লগইন করে আপনার ব্যক্তিগত তথ্য হালনাগাদ, সম্পাদনা এবং মুছে দেয়ার অধিকার রাখেন।

 

প্রাইভেসি নীতিতে পরিবর্তন

আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের প্রাইভেসি নীতিতে পরিবর্তন আনতে পারি। তবে সে ক্ষেত্রে তা আপনাকে সম্ভাব্য মাধ্যমে অবহিত করা হবে।

Payment Method
FOLLOW US