Payment and Refund Policy /পেমেন্ট এবং রিফান্ডনীতি


পেমেন্টঃ

***প্রতিটি কোর্সের জন্য নির্ধারিত কোর্স ফি এককালীন কোর্সের শুরুতেই পেমেন্ট সম্পন্ন করতে হবে। যা সকল কোর্সের জন্যই প্রযোজ্য।


কোর্স নিশ্চিতকরণ বা এক্সেস:

***কোর্স ফি সম্পন্ন হওয়ার পর তৎক্ষণাৎ শিক্ষার্থীর একাউন্ট ক্রিয়েট হবে এবং ড্যাশবোর্ডে এনরোলড কোর্স বা কোর্সসমূহ প্রদর্শিত হবে।


রিফান্ডনীতিঃ

মূল্য ফেরত নীতি:

***কারিগরি ত্রুটির কারণে সেবা বা পণ্যটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে।

***৪৮ ঘন্টা বা ২ দিনের মধ্যে মূল্য ফেরতের আবেদন করলে।

মূল্য ফেরতের আবেদন প্রযোজ্য হবে না:

***মূল্য ফেরতের আবেদন প্রযোজ্য হবে না যদি আপনি ৪৮ ঘন্টা বা ২ দিন পার হবার পর আবেদন করেন।

***মূল্য ফেরতের আবেদন প্রযোজ্য হবে না যদি আপনি পরিক্ষায় অংশগ্রহণ করেন।


মূল্য ফেরতের জন্যে আবেদন:

মূল্য ফেরতের জন্যে অনুরোধ করতে হলে প্রয়োজনীয় তথ্যসহ আমাদের কল সেন্টারের নাম্বারে +৮৮০১৭১৭১৬২৬২৭ এ জানাতে হবে।

একবার মূল্য ফেরতের জন্যে আবেদন করলে আপনার ক্রয়কৃত কোর্স ২(দুই) দিনের জন্যে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে। এরপর, যাচাই বাছাই করার পর আপনার রিফান্ড বিবেচ্য কি না তা নিরীক্ষা করা হবে।

আপনার মূল্য ফেরতের আবেদনটি গৃহীত হলে পরবর্তী ২(দুই) কর্মদিবসের মধ্যে পরিশোধিত মূল্য আপনার দেয়া একাউন্টে ফেরত পেয়ে যাবেন।


বি. দ্র:

***মূল্য ফেরত নীতির শর্ত মেনে যদি আপনি আবেদন না করেন সেক্ষেত্রে আপনি মূল্য ফেরত পাবেন না।

***আমাদের সম্মানিত সেবা গ্রহণকারী/শিক্ষার্থী/ফি প্রদানকারী ব্যতীত অন্য কেউই কোর্স ফি রিফান্ড দাবী করার সুযোগ পাবেন না।


***অজ্ঞতাবশত ভুল কোর্স ক্রয় করে ফেললে আপনি রিফান্ড পাবেন না তবে অন্য কোর্সে আপনাকে এনরোলড করা হবে।

Payment Method
FOLLOW US